খুলনা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অমিত কারাগারে

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৭, ২০১৯
০২:২২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২০
০৫:৫৩ অপরাহ্ন



খুলনা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অমিত কারাগারে

বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার যশোর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। বিচারক ইখতিয়ারুল ইসলাম জামিন নামঞ্জুর করে তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি হলেন রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক ও মশিয়ার রহমান মাসুদ। এদিকে তিন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলা বিএনপি। আইনজীবী দেবাশীষ দাস জানান, ২০১৮ সালের ১৪ জুলাই যশোর কোতয়ালি থানার এসআই নূরুন্নবী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, ২০১৮ সালের ১৪ জুলাই বিকাল ৩টার দিকে যশোর শহরের আরএন রোডের মার্কেন্টাইল ব্যাংকের সামনে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা নাশকতার জন্য জড়ো হয়। ওই দিন বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও মারুফুল ইসলামসহ তিনজনকে পুলিশ আটক ও দলটির ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে। মামলায় বোমা উদ্ধার ও নির্দেশদাতা হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতের নাম উল্লেখ করা হয়। তিনি আরও জানান, আদালত মঙ্গলবার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন। এদিকে সোমবার বিকালে যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ করেছে জেলা বিএনপি। প্রতিবাদ সভায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য মিজানুর রহমান খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু।