ভ্রাম্যমাণ চিকিৎসা দেবে মাশরাফীর ফাউন্ডেশন

খেলা ডেস্ক


এপ্রিল ০৪, ২০২০
১০:০৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২০
১০:০৪ অপরাহ্ন



ভ্রাম্যমাণ চিকিৎসা দেবে মাশরাফীর ফাউন্ডেশন


কাল থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দিতে যাচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। শুধু করোনা আক্রান্ত নয়, সব ধরনের রোগীর সেবা নিশ্চিতে উদ্যোগী হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের এ ফাউন্ডেশনটি। এক ভিডিও বার্তায় মাশরাফী নিজেই বিষয়টি জানান।

মাশরাফী বলেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা চালু করছে। আমরা মনে করছি খাদ্যদ্রব্য সরবারহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাও জরুরি। কেননা করোনা ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন তারা যেন সঠিক চিকিৎসা সেবা পান এজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, সবাই ধৈর্য ধরে ফাউন্ডেশনের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। এ মুহূর্তে আমরা দুজন চিকিৎসক দিয়ে শুরু করছি। এই দুজন হলে ডা. দীপ বিশ্বাস এবং তার সহধর্মিণী ডা. স্বপ্নারানী সরকার। আশা রাখছি নড়াইলের আরও যারা সন্তান আছেন তারাও এ উদ্যোগে এগিয়ে আসবেন।

 

এরআরআর-০৪/আরসি-১১