করোনার ফান্ডে নেইমারের সাড়ে ৮ কোটি টাকা দান

খেলা ডেস্ক


এপ্রিল ০৫, ২০২০
০২:৫২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০২:৫২ পূর্বাহ্ন



করোনার ফান্ডে নেইমারের সাড়ে ৮ কোটি টাকা দান

করোনার ফান্ডে নেইমারের সাড়ে ৮ কোটি টাকা দান । এই অনুদান দুই ভাগে ভাগ করে দুই জায়গায় দিয়েছেন নেইমার। একটা অংশ গেছে ইউনিসেফের ফান্ডে। আরেকটা অংশ তাঁর নিজ দেশ ব্রাজিলে কোভিড-১৯ মহামারি ঠেকাতে গড়া একটি ফান্ডে দিয়েছেন

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই জিততে যে যাঁর মতো এগিয়ে আসছেন। ফুটবলারদের কেউ তাঁদের বেতনের অংশ ছেড়ে দিচ্ছেন, কেউ আবার দান করছেন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে। নেইমারই বা এর ব্যতিক্রম হবেন কেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৯ লাখ ৫০ হাজার ডলার দান করেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা। বাংলাদেশি মুদ্রায় যেটা ৮ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

নেইমার তার এই অনুদান দুই ভাগে ভাগ করে দুই জায়গায় দিয়েছেন। একটা অংশ গেছে ইউনিসেফের ফান্ডে। আরেকটা অংশ তাঁর নিজ দেশ ব্রাজিলে কোভিড-১৯ মহামারি ঠেকাতে গড়া একটি ফান্ডে দিয়েছেন। নেইমার অবশ্য এই দানের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। তবে ব্রাজিলের টেলিভিশন চ্যানেল এসবিটি বিষয়টি প্রকাশ করে দেয়। একই সঙ্গে পিএসজি ফরোয়ার্ডের দানের অঙ্কটাও জানিয়ে দিয়েছে তারা।

টেলিভিশন চ্যানেলটি নেইমারের দানের বিষয়টি প্রকাশ করার ব্যাখ্যাও অবশ্য দিয়েছে। একটি অনুষ্ঠানে তারা বলেছে, ‘সে চাইছিল এই দানের বিষয়টি যেন গোপন থাকে, প্রচার করা না হয়। কিন্তু আমরা এটা জনসমক্ষে আনার কারণ একটাই—কারও ভালো কাজের প্রচার আমরা সব সময়ই করতে চাই।’

টেলিভিশন চ্যানলেটির আরও একটি উদ্দেশ্য আছে, ‘আমাদের কাছে তথ্যটি আছে। এটা নিঃসন্দেহে ভালো একটি কাজ। খুব ইতিবাচক ব্যাপার। আর আমরা চাই এটা দেখে অন্য ক্রীড়া তারকাও তাদের মতো করে এগিয়ে আসুক।’

কদিন আগেই হোম কোয়ারেন্টিনে বন্ধুদের নিয়ে মজা করা আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন নেইমার। এবার এই দানের বিষয়টি প্রকাশ হওয়ার পর তাঁর ভাবমূর্তি কিছুটা হলেও হয়তো ভালো হবে!

এআরআর-১০/বিএ-২৭