ক্ষুধার্তদের খাবার দেওয়ার আহবান সানিয়ার

খেলা ডেস্ক


এপ্রিল ০৫, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন



ক্ষুধার্তদের খাবার দেওয়ার আহবান সানিয়ার

করোনার এই সময়ে ‘গৃহবন্দী’ সবাই। অখণ্ড অবসরে তারকাদের অনেকেই রান্নাবান্না করছেন। সেই রান্নাবান্না করার ও খাবারের ছবি কিংবা ভিডিও পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যাপারটা মোটেও ভালো মনে হয়নি সানিয়া মির্জার। খাবারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে না দিয়ে ভারতীয় এই টেনিস তারকা করোনাভাইরাসের সময়ে গরিব-দুঃখীদের খাবার দিয়ে সাহায্যের পরামর্শ দিয়েছেন, ‘আমরা কবে ক্লান্ত হব? অনেক তো রান্না ও খাবারের ছবি দেওয়া হলো। হাজার হাজার মানুষ খাবারের কষ্টে মারা যাচ্ছে, বিশেষ করে পৃথিবীর এই প্রান্তে। ওরা তো একদিনের খাবার পেলেও নিজেদের ভাগ্যবান মনে করে।’

দুই দিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে ভিডিও কলের যোগাযোগ করেছেন। টেনিস তারকা সানিয়া, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী ও ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারসহ ভারতের মোট ৪৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন মোদির ভিডিও কলে। করোনাভাইরাস ঠেকাতে ভারতীয় জনগণকে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাঁদের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবারের ছবি না দিয়ে তারকাদের গরিব-দুঃখীদের খাবার দিয়ে সাহায্য করার আহবান জানালেন টেনিস তারকা সানিয়া মির্জা।

এআরআর-১১/বিএ-২৯