ক্রিকেটারদের বেতন কাটবে না বিসিবি

খেলা ডেস্ক


এপ্রিল ০৫, ২০২০
১০:২৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২০
১০:২৩ অপরাহ্ন



ক্রিকেটারদের বেতন কাটবে না বিসিবি

মহামারি করোনাভাইরাসে থমকে গেছে পৃথিবী। অর্থনৈতিক ক্ষতির মুখে অধিকাংশ সংস্থা বা প্রতিষ্ঠানই। ক্রিকেট বন্ধ থাকায় ক্ষতির মুখে সব দেশের ক্রিকেট সংস্থা। ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্ষতি কাটিয়ে উঠতে বেশির ভাগ বোর্ডই ক্রিকেটারদের বেতন কাটার পথে হাঁটছে। তবে বিসিবি হাঁটছে উল্টো পথে। পুরো বেতনই পাবেন টাইগার ক্রিকেটাররা।

ক্রিকেটারদের বেতন কাটার চিন্তাধারার সূচনা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে। ভারতও একই পথে হাঁটা শুরু করেও শেষ পর্যন্ত পিছিয়ে আসে। ক্রিকেটারদের বেতন কাটার ব্যাপারে ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও (সিএসএ)। তবে এ মুহূর্তে এমন ভাবনা নেই বিসিবিতে। চুক্তি অনুযায়ীই নির্ধারিত বেতন পাবেন তামিম-মুশফিকরা।

অতীতে বিসিবির লভ্যাংশ সন্তোষজনক হওয়ায় ক্রিকেট বন্ধের এই সংকটময় সময়েও আর্থিক দিক নিয়ে এতটা উদ্বিগ্ন হতে হচ্ছে না বোর্ডকে। ক'দিন আগে ঘোষিত নতুন চুক্তির ক্রিকেটারদের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এর আগ পর্যন্ত তাদের নিয়মিতই বেতন দিয়ে যাবে বোর্ড। অবশ্য বোর্ডের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার ভাষ্যমতে, আগামী ৫-৬ বছর ক্রিকেটারদের খরচ চালিয়ে নেয়ার মতো সামর্থ্য বিসিবির আছে।

এদিকে কর্মচারীদের দিকে সাহায্যের হাত বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাভাইরাসে অচল অবস্থায় দেশ। অসহায় হয়ে পড়েছে পেশাজীবী মানুষ। এ রকম অবস্থায় সবাই যে যার জায়গা থেকে অসহায়দের সাহায্য করছে। এবার কর্মাচারীদের পাশে দাঁড়াচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড় ছাড়াও পুরুষ এবং নারী ক্রিকেটারদের অর্থ সাহায্য করেছে বিসিবি। বেতন কাঠামোর বাইরে থাকা খেলোয়াড়দের এককালীন ৩০ হাজার টাকা। একইভাবে নারী ক্রিকেটারদের জন্য এককালীন ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে বোর্ড।

এবার নিজেদের কর্মচারীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি কর্তারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, কর্মচারীদের মানবিক দিক বিবেচনা করে আর্থিক অনুদান দেয়া হচ্ছে। 'প্রথমে ছেলেদের দিলাম। এরপর মেয়েদের দিলাম। এখন যেসব নিম্ন আয়ের স্টাফ আছে, মাঠকর্মী, স্কোরার এবং আরও যারা আছে, তাদের আর্থিক সহায়তা দেয়া হবে। এর একটা তালিকা করা হচ্ছে।'

এআরআর-০৬/বিএ-০৪