শাহী ঈদগায় ত্রাণের খাদ্যসামগ্রী লুট, গ্রেপ্তার এক

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৫, ২০২০
১১:৫৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২০
১১:৫৭ অপরাহ্ন



শাহী ঈদগায় ত্রাণের খাদ্যসামগ্রী লুট, গ্রেপ্তার এক

সিলেট সিটি করপোরেশনের খাদ্য ফান্ডের খাদ্যসামগ্রী বিতরণকালে দায়িত্বরত লোকজনের ওপর হামলা করে ১৮টি প্যাকেট লুটের অভিযোগে রনি গাজী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সচিব মো. ইউসুফ আলী।

মামলার এজহার থেকে জানা যায়, সিসিকের খাদ্যফান্ডের খাদ্যসামগ্রী বিতরণের জন্য গত ৩১ মার্চ নগরের শাহী ঈদগাহ এলাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের তালিকা করতে যান ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সচিব মো. ইউসুফ আলী। এ সময় রনি গাজী ও দিলু তাদেরকে খাদ্যসামগ্রীর ১০০টি প্যাকেট দিতে বলেন। অন্যথায় খাদ্যসামগ্রী বিতরণে বাধা দেওয়ার হুমকি দেন। গতকাল শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটায় ওই এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করতে হুমকিদাতা ও তাদের সহযোগীরা মো. ইউসুফ আলী ও অন্যদের ওপর হামলা করে ১৮ প্যাকেট খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যান। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর রেজওয়ান আহমদ ও জেলা প্রশাসনের ট্যাগ অফিসার আতাউর রহমানসহ স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে পৌঁছলে রনি গাজী ও দিলু তাদের লোকজন নিয়ে পালিয়ে যায়। 

এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, ‘সিসিকের খাদ্যফান্ডের খাদ্যসামগ্রী বিতরণের জন্য গত মঙ্গলবার নগরের শাহী ঈদগাহ এলাকার গরিব-দুস্থদের তালিকা করতে গেলে সন্ত্রাসীরা ১০০ প্যাকেট খাদ্যসামগ্রী দাবি করে হুমকি দেয়। আর গতকাল শনিবার ওই এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করতে গেলে কাউন্সিলর কার্যালয়ের সচিবসহ অন্যদের ওপর হামলা করে খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মো. ইউসুফ আলী বাদী হয়ে মামলা করেছেন। আর ঘটনার সঙ্গে জড়িত একজনকে গতকাল রাতেই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, ‘এ ঘটনায় গতকাল রাতেই ঘটনাস্থল থেকে প্রধান আসামি রনি গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আসামিকে আদালতে পাঠানো হয়েছছ। এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা হয়েছে। অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এনএইচ-০২/এনপি-০৫/বিএ-১৩