ছাতকে দিনমজুরদের বাড়ি বাড়ি যাচ্ছে খাদ্যসামগ্রী

ছাতক প্রতিনিধি


এপ্রিল ০৬, ২০২০
০১:৩৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০২:১১ পূর্বাহ্ন



ছাতকে দিনমজুরদের বাড়ি বাড়ি যাচ্ছে খাদ্যসামগ্রী

সুনামগঞ্জের ছাতকে 'মানুষ মানুষের জন্য' নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল) সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

সংগঠনের সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী আরাফাত সালমানের অর্থায়নে 'মানুষ মানুষের জন্য' সংগঠনের অন্য সদস্যদের সহযোগিতায় ছাতক পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তাতিকোনা গ্রামের বিভিন্ন পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

সংগঠনের সদস্য আল আমিন বলেন, আমাদের উদ্দেশ্য সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আমরা নীরবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। যে পরিবারগুলোতে আমরা খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি, তাদের পরিচয় গোপন রেখে কোনো ছবি না তোলে লাইনে দাঁড় না করিয়ে তাদের বাসায় বাসায় আমরা খাদ্যসামগ্রী দিয়ে এসেছি। আমরা ভবিষ্যতে আরও বড় আকারে অসহায় মানুষেদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি।