তাহিরপুরে খাদ্যসামগ্রী পেল ৮০০ পরিবার

তাহিরপুর প্রতিনিধি


এপ্রিল ০৬, ২০২০
০৩:২৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০৩:২৫ পূর্বাহ্ন



তাহিরপুরে খাদ্যসামগ্রী পেল ৮০০ পরিবার

সুনামগঞ্জের তাহিরপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতিদরিদ্র, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়লা ব্যবসায়ী আব্দুল কদ্দুস।

আজ রবিবার (৫ এপ্রিল) ৭টি গ্রামের ৮০০ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ডাল ও আলু বিতরণ করেন তিনি। 

রবিবার দুপুরে শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও, চারাগাঁও মাঝহাটি, চারাগাঁও সংসার পাড়, কলাগাঁও, জঙ্গলবাড়ী ও লালঘাট গ্রামের ৮০০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওয়ার্ড সদস্য হাসান মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।

শ্রীপুর উত্তর ইউনিয়নর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কদ্দুস বলেন, দেশের এই সংকটময় সময়ে নিজ নিজ এলাকার অসহায়দের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। আমার সাধ্যানুযায়ী ৭টি গ্রামের ৮০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে যথাসম্ভব আরও খাদ্যসামগ্রী দেওয়ার চেষ্টা করব।