৩০০ পরিবারকে হাজী তাজ্জুব আলি ট্রাস্টের খাদ্যসামগ্রী প্রদান

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৬, ২০২০
০৪:৪৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০৪:৪৮ পূর্বাহ্ন



৩০০ পরিবারকে হাজী তাজ্জুব আলি ট্রাস্টের খাদ্যসামগ্রী প্রদান

গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকার বিভিন্ন গ্রামের তিনশো পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সুমন ব্রাদার্স ও এসবি ফার্নিচার। মরহুম হাজী তাজ্জুব আলী ট্রাস্টের জমাকৃত অর্থ থেকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।

করোনা পরিস্থিতিতে লকডাউনের কারনে ঘরবন্দি নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে এই উদ্যোগ নেনট্রাস্টের পরিচালকবৃন্দ। ট্রাস্টের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দশ কেজি চাল,দুই কেজি আলু,দুই কেজি পেয়াজ,এক কেজি ডাল ও এক লিটার তেল প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন এস বি ফার্নিচারের স্বত্তাধিকারী সুমন আহমেদ, সুমন ব্রাদার্সের স্বত্তাধিকারী হাজি ফলিক আহমেদ, হাজি শাহিন আহমেদ। উদ্যোক্তারা বলেন, ‌‌‘দেশের ক্রান্তিলগ্নে সকল বিত্তবান মানুষ এগিয়ে এলে সাধারণ মানুষের বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের ঘর থেকে বের হতে হবে না। আর তা হলে করোনার সংক্রমন ঠেকানো সহজ হবে।’

এএফ/১১