সিলেটে করোনা সন্দেহভাজনদের আরও তিনজন সুস্থ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ৩১, ২০২০
০৮:১১ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২০
০৮:২০ অপরাহ্ন



সিলেটে করোনা সন্দেহভাজনদের আরও তিনজন সুস্থ

সিলেটের আরও তিনজন করোনা সন্দেহভাজনের শরীরে করোনা নেই বলে জানা গেছে। তিনজনই আগের চেয়ে অনেকটা সুস্থ বলে আজ তাদের বাসায় পাঠানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, তিন জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় করোনা নেই বলে আমরা নিশ্চিত হয়েছি। আর তারা এখন অনেকটা সুস্থ। তাই তাদেরকে আজ বাসায় পাঠানো হবে।

তিনি আরও বলেন, সোমবার পর্যন্ত হাসপাতালে ৫ জন রোগী ছিলেন। এদের মধ্যে ৩ জনের নমুনা সংগ্রহ করে রবিবার ঢাকায় পাঠানো হয়।

রিপোর্ট আসা ৩ জনের মধ্যে একজন হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত শনিবার রাতে ঢাকা থেকে সিলেটে আসার পথে অসুস্থবোধ করলে শনিবার রাত থেকেই শহীদ শামসুদ্দিন হাসপাতলের কোয়ারেন্টিন বিভাগে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

অপরজন, ৮০ বছরের এক বৃদ্ধের নিউমোনিয়া জ্বর ও সর্দি-কাশি থাকায় তাকে ৩ দিন আগে সিলেট ওসমানী হাসাপাতাল থেকে শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়।


আরসি-০৩/