যতদিন প্রয়োজন হবে সেনাবাহিনী মাঠে থাকবে

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০১, ২০২০
০৯:৩০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
০৯:৩১ অপরাহ্ন



যতদিন প্রয়োজন হবে সেনাবাহিনী মাঠে থাকবে

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যতদিন প্রয়োজন হবে, ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। 

বুধবার (১ এপ্রিল) করোনাভাইরাসের কারণে দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

সেনা প্রধান বলেন, সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে। পরিস্থিতির আলোকে কতদিন সেনাবাহিনী কাজ করবে তা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন।

তিনি বলেন, ‘সরকার যতদিন চাইবে, ততদিন সেনাবাহনী থাকবে। এটা তো সরকার নির্ধারণ করবে। সরকার যেদিন বলবে আমরা চলে আসব।’
বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের সংশ্লিষ্ট সচিবগণ, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক গভর্নরসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরসি-০২/