আই‌সো‌লেশন থে‌কে পালালেন যুবক

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০১, ২০২০
০৫:১৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
০৫:১৫ অপরাহ্ন



আই‌সো‌লেশন থে‌কে পালালেন যুবক

ক‌রোনাভাইরাসে আক্রান্ত স‌ন্দে‌হে ভোলা সদর হাসপাতা‌লের আই‌সো‌লেশনে ভর্তি করে রাখা এক যুবক পা‌লি‌য়ে‌ গেছেন। জেলা সি‌ভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য নি‌শ্চিত ক‌রেছেন।

বুধবার (১ এপ্রিল) তিনি জানান, ওই যুবক মঙ্গলবার জ্বর, স‌র্দি ও কা‌শি নি‌য়ে ভোলা সদর হাসপাতা‌লে এলে তা‌কে আই‌সো‌লেশ‌নে রাখা। আজ বুধব‌ার তার নমুনা সংগ্রহ করার কথা ছি‌লে। কিন্তু সে আজই আই‌সো‌লেশন থে‌কে পা‌লি‌য়ে যায়। তা‌কে খোঁজা হ‌চ্ছে।

জানা গেছে, ওউ যুবক ভোলা শহরতলীর বাপ্তা এলাকার শেলটেক টাইলস ফ্যাক্টরিতে কাজ করেন। তার বাড়ি রংপুর এলাকায়।

বিএ-১৭