সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০২, ২০২০
১০:৩৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২০
১০:৩৯ পূর্বাহ্ন
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুর রহমান
দেশে নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে বর্তমানে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৬। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইনে সরাসরি সারসংক্ষেপ (ব্রিফিং) জানাতে গিয়ে এই তথ্য দেন।
তিনি জানান, করোনাভাইরাসের লক্ষণ থাকায় গত ২৪ ঘন্টায় ৫ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হাসপাতালের কোয়ারেন্টিনে বর্তমানে আছেন ৭৮ জন। এছাড়া ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দুজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। আক্রান্ত দুজনেই পুরুষ।