বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০২, ২০২০
০২:৫৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২০
০২:৫৯ অপরাহ্ন



বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সীমান্তের কাছে ভারতের ভেতরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত জয়নাল আবেদিন (৩৫) জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়য়ের ভাংবাড়ি গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

বিজিবি ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম জানান, বুধবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চোষপাড়ার কাছে ভারতের ২০০ গজ ভেতরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

তিনি এলাকাবাসীর বরাতে বলেন, জয়নাল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুর পাঞ্জিপাড়া গ্রামে বিয়ে করেছেন। শ্বশুরবাড়িতেই তিনি প্রায় ১০ বছর ধরে বসবাস করে আসছেন।

কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল এ সম্পর্কে নিশ্চিত হতে বিজিবি খোঁজখবর নিচ্ছে। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে তিনি জানান।

বিএ-০৮