আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৩, ২০২০
১০:৫৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২০
১০:৫৭ পূর্বাহ্ন



আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত
আক্রান্ত ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬১ জনে।

আজ শুক্রবার (০৩ এপ্রিল) অনলাইনে সারসংক্ষেপ (ব্রিফিং) দিতে গিয়ে এই তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ মেনে চললে করোনা ঝুঁকি এড়ানো সম্ভব হবে। আমাদের নতুন ১৫ টি পরীক্ষাগার করা হয়েছে। সবাইকে পরীক্ষা করানোর জন্য আহ্বান জানাই। পরীক্ষা করলে কোন সমস্যা নাই। পরীক্ষা করলে আমরা জানতে পারব সামাজিক ভাবে করোনা কতটুকু ছড়িয়েছে।

তিনি আরও বলেন, আমাদের পিপিই অভাব নেই। সকল হাসপাতালে পিপিই পৌঁছে গেছে। সরকারি হাসপাতালে ডাক্তার ও নার্সরা কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু বেসরকারি হাসপাতালে বা ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। সেটা আমরা জানতে পেরেছি। তাদের আহ্বান জানাব তারা যেন তাদের কার্যক্রম চালিয়ে যায়। না হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

করোনা আক্রান্তদের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৫১৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ৫ জন মোট আক্রান্ত ৬১ জন। আইইডিসিআরের বাইরে যে ল্যাবগুলো রয়েছে সেগুলোতে এই পাঁচ জনের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত করা হয়। আক্রান্ত ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন ২৯ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭ জন নিজেদের বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আর বাকি ২২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

আরসি-০২