সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৩, ২০২০
০৩:২২ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০৩:২২ অপরাহ্ন
মাছ ধরাকে কেন্দ্র করে ইন্দ্রজিৎ দাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জের গজারিয়ার চরবলাকির কাছে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
ওসি জানান, চরবলাকির কাছে মেঘনা নদীতে ছোট নৌকায় মাছ ধরার সময় জাল ফেলার জায়গা নিয়ে ইন্দ্রজিতের সঙ্গে পিন্টু দাস নামে একজনের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে পিন্টু দাস ইন্দ্রজিৎকে বৈঠা দিয়ে বাড়ি দেয়। বাম পাশের কান বরাবর মাথায় আঘাত লাগলে ইন্দ্রজিৎ নদীতে পড়ে যান। ডুবুরি দল দুপুর ১২টায় তার মৃতদেহ নদী থেকে উদ্ধার করে। পিন্টু দাসকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিএ-০৫