করোনায় ইতালিতে আরেক বাংলাদেশির মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৩, ২০২০
০৫:১৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০৫:১৬ অপরাহ্ন



করোনায় ইতালিতে আরেক বাংলাদেশির মৃত্যু

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশি মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মিলানের সান পাওলো হাসপাতালে তার মৃত্যু হয়। ৪৬ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি কুমিল্লায়। এ নিয়ে ইতালিতে করোনায় ৩ বাংলাদেশি মারা গেলেন।

জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইতালির মিলান শহরে থাকতেন। করোনায় আক্রান্ত হওয়ার পর সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিএ-১৮