সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৪, ২০২০
০৯:৩৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন
করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের অনুরোধ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।
আজ শনিবার (৪ এপ্রিল) রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় ড. রুবানা হক তৈরি পোশাক মালিকদের এ অনুরোধ জানান।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। এ ঘোষণার সঙ্গে পোশাক কারখানাগুলোও ছুটি দেওয়া হয়। কিন্তু সরকার সাধারণ ছুটি বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করলেও এবার কারখানা বন্ধের সময়সীমা বাড়ানোর কোনো ঘোষণা আসেনি।
এমন পরিস্থিতিতে বিজিএমইএ সভাপতি ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য তৈরি পোশাক কারখানার মালিকদের এ অনুরোধ করলেন।