মাজেদের ফাঁসি কার্যকরে জাতি কলঙ্কমুক্ত : কারা মহাপরিদর্শক

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১১, ২০২০
১১:৩৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২০
১১:৩৯ অপরাহ্ন



মাজেদের ফাঁসি কার্যকরে জাতি কলঙ্কমুক্ত : কারা মহাপরিদর্শক

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরে বাঙালি জাতি এবং বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ফটকের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে রাত ১২ টা ১মিনিটে (১২ এপ্রিল) মাজেদের ফাঁসির রায় কার্যকর করা হয়।

কারা মহাপরিদর্শক বলেন, ঠিক রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়েছে খুনি আব্দুল মাজেদের। এবার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবার তার মরদেহ নিয়ে যাবে।

বিএ-০১