বড় উন্মুক্ত স্থানে ঈদ জামাত আয়োজন করা যাবে না

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২০
১১:২৫ অপরাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
১১:২৫ অপরাহ্ন



বড় উন্মুক্ত স্থানে ঈদ জামাত আয়োজন করা যাবে না

করোনার বিস্তার রোধে দেশে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

উপ সচিব আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, আসন্ন ঈদ-উল-ফিতর এর নামাজের ক্ষেত্রে বর্তমান বিদ্যমান বিধি-বিধান প্রযোজ্য হবে। বড় উন্মুক্ত স্থানে ঈদ জামাতের আয়োজন করা যাবে না। যদিও এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরবর্তিতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

আদেশে আরও বলা হয়, সাধারণ ছুটির এই সময়ে এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় বেচাকেনা, ওষুধ কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। ছুটির মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশমালাও কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

জেএসএস/বিএ-১৪