খাদিমপাড়ায় ‘ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী’ বিট পুলিশিং সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৭, ২০২০
০৬:১২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২০
০৬:১২ অপরাহ্ন



খাদিমপাড়ায় ‘ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী’ বিট পুলিশিং সমাবেশ

সারা দেশের ন্যায় সিলেটের শাহপরাণ থানার উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় লোকজন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাহপরাণ থানার ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়নের কমিউনিটি পুলিশের সভাপতি এম জামান চৌধুরী তছলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরাণ (র.) থানার সিনিয়র সহকারি কমিশনার মাইনুল আফসার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারী নির্যাতনসহ যেকোনো প্রয়োজনে বিট পুলিশকে সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে আছি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি আফছর আহমদ, মহিলা আওয়ামীলীগ সিলেট সদর উপজেলার সাধারণ সম্পাদক ও দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা সদস্য রোটারিয়ান সাহিদা খাতুন তালুকদার।

প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথের পরিচালনায় বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

আরসি-০২