জটিল পেনসিলভেনিয়ায়ও এগিয়ে গেলেন বাইডেন

জটিল পেনসিলভেনিয়ায়ও এগিয়ে গেলেন বাইডেন


নভেম্বর ০৬, ২০২০
১০:০৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২০
১০:০৭ অপরাহ্ন



জটিল পেনসিলভেনিয়ায়ও এগিয়ে গেলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের হিসাব জটিল করে তোলা  পেনসিলভেনিয়ায়ও এগিয়ে গেলেন বাইডেন। এরই মধ্যে অনেক পিছিয়ে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক ধস নামছে তার। গুরুত্বপূর্ণ যে কয়টি অঙ্গরাজ্যের পূর্ণাঙ্গ ফলাফল বাকি রয়েছে, তার মধ্যেও বাইডেনের অধিপত্য। শেষবেলায় এসে রিপাবলিকানদের ঘাঁটিখ্যাত পেনসিলভেনিয়াতেও লিড নিয়েছেন তিনি।

ফক্স নিউজ বলছে, জো বাইডেন পেনসিলভেনিয়াতেও ডোনাল্ড ট্রাম্পকে পেরিয়ে গেছেন। অথচ প্রায় শুরু থেকেই রাজ্যটিতে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী। জো বাইডেন এ পর্যন্ত এখানে ভোট পেয়েছেন ৩২ লাখ ৯৫ হাজার ৩৩৭টি। আর ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৮৯ হাজার ৭৩১টি। অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ হাজার ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। এখানে এখন পর্যন্ত ৯৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।

এর আগে জর্জিয়ায় লিড নেন বাইডেন। অঙ্গরাজ্যটিতে ট্রাম্পকে টপকে নিজেকে এগিয়ে নিয়েছেন এক হাজারের বেশি পপুলার ভোটের ব্যবধানে। অথচ শুরু থেকেই এখানেও ডোনাল্ড ট্রাম্পই এগিয়ে ছিলেন।

রাজ্যটিতে জো বাইডেন জয় পেলে ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোটের সবগুলোই তিনি পাবেন। আবার পেনসিলভেনিয়াতে পাবেন ২০টি। তা যদি হয়, তাহলে তা হবে তার ‘নিরঙ্কুশ হোয়াইট হাউস জয়ের মূল চাবি’।

বাইডেন হোয়াইট হাউস জয়ে মাত্র ছয়টি ইলেকটোরাল কলেজ ভোট দূরে দাঁড়িয়ে আছেন। শুরুতে যার ভরসা ছিল ছয় ইলেক্টোরাল ভোটের নেভাদা। অবশ্য তাতেও তারই লিড। শুধু নর্থ ক্যারোলিনাতে ট্রাম্প এগিয়ে আছেন বলছে ফক্স নিউজ।

জয়-পরাজয়ের জটিল হিসাব মেলাতে উদ্বিগ্ন কর্মী-সমর্থকরা। ম্যাজিক ফিগার ২৭০ এর দিকে সবার নজর। এরমধ্যে জো বাইডেন ২৬৪ ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন। ট্রাম্প পড়ে আছেন সেই ২১৪ তেই।