‘শ্রমিকশ্রেণি যুগ যুগ ধরে নির্যাতনের শিকার হচ্ছে’

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৫, ২০২১
১২:২১ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৫, ২০২১
০১:৩৮ পূর্বাহ্ন



‘শ্রমিকশ্রেণি যুগ যুগ ধরে নির্যাতনের শিকার হচ্ছে’
জাতীয় শ্রমিক জোটের সভা

‘শ্রমিকশ্রেণি যুগ যুগ ধরে নির্যাতনের শিকার হচ্ছেন। শ্রমিকদের আন্দোলনের ফসল আজ বুর্জোয়া শ্রেণি ভোগ করছে। শ্রমিক মেহনতি মানুষের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার সন্ধ্যায় ৬টায় সিলেট নগরের চৌহাট্টার একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমেদ।

শ্রমিক নেতা মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও শ্রমিক নেতা বাবুল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রমিক জোটের উপদেষ্টা কবি মোহন রায়হান, কেন্দ্রীয় সদস্য তোহা মুরাদ, বাংলাদেশ জাসদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাজাত কবির, শ্রমিক নেতা স্বপন কুমার দাস, ইউসুফ আলী, প্রবীন চন্দ্র দে প্রমুখ।

আরসি-০১