সরস্বতী পূজা উপলক্ষে প্রস্তুতি সভা শুক্রবার

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৫, ২০২১
০২:২১ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৫, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন



সরস্বতী পূজা উপলক্ষে প্রস্তুতি সভা শুক্রবার

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী স্বরস্বতী পূজা সুষ্ঠু, সুন্দর ও সাত্ত্বিকভাবে উদযাপনের লক্ষে আগামী ২৯ জানুয়ারি সকাল ১১টায় মদনমোহন কলেজের শহীদ সোলেমান হলে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

গত শনিবার মদনমোহন কলেজ শিক্ষক মিলনায়তনে পূজা উদ্যাপন পরিষদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের এক মতবিনিময় সভার সিদ্ধান্তক্রমে এ সভা আহ্বান করা হয়।

মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্বানী অর্জুনের সভাপতিত্বে ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় সভায় বক্তব্য দেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বিশিষ্ট রাজনীতিবিদ বিজিত চৌধুরী, রাজনীতিবিদ জগদীশ চন্দ্র দাস, শ্রীহট্ট সংস্কৃতি কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, পূজা পরিষদ সংগঠক দেবাশীষ দে বাসু, বিভাষ শ্যাম পুরকায়স্থ, নিরঞ্জন দে, পূজা উদ্যাপন পরিষদ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, মদন মোহন কলেজের জি.এস ও রাজনীতিবিদ বিধান কুমার সাহা, রাজনীতিবিদ সুদীপ দেব, অ্যাডভোকেট বিজয় কুমার দেব, ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারন সম্পাদক প্রদীপ কুমার দেব, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস, প্রভাষক উজ্জল দাস, সিটি করপোরেশনের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, সাবেক ছাত্রনেতা পিযুষ কান্তি দে, কিশোর কান্তি দে, রাজেশ সরকার প্রমুখ।

আরসি-০৮