দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় বিভিন্ন মহলের শোক

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৭, ২০২১
০২:২৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১
০২:২৫ পূর্বাহ্ন



দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় বিভিন্ন মহলের শোক

সিলেটের ওসমানীনগরের রশীদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সুস্থতা কামনা করেছেন।

উইমেন্স মেডিকেল কলেজ : সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ইমরান খান রুমেল ও অন্যদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন হাসপাতালের প্রতিষ্ঠাতা কোম্পানি হলি সিলেট হোল্ডিং লিমিটেডের কর্মকর্তাবৃন্দ। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত সকলের মাগফেরাত কামনা ও ডা. রুমেলের স্ত্রী ডা. অন্তরাসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শোক প্রকাশ করেছেন, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এখলাছুর রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডা. ওয়েছ আহমদ চৌধুরী, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, হাসপতালের পরিচালক অধ্যাপক ডা. ফেরদৌস হাসান প্রমুখ।

নিসচা মহানগর : দুর্ঘটনায় মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক জহিরুল ইসলাম মিশু, সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি ইমানুর রশীদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, আতিকুর রহমান খান মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, দপ্তর সম্পাদক কাইয়ুম চৌধুরী, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ডা. লোকমান হাকিম, প্রচার সম্পাদক সোহেল চৌধুরী প্রমুখ।

নিসরাপ : ‘নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের (নিসরাপ) চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, মহাসচিব এম. বাবর লস্কর, যুগ্ম মহাসচিব শেখ তোফায়েল আহমদ শেপুল, সহ-অর্থ সম্পাদক আব্দুল মজিদ, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী অরবিন্দ রায় অপু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিলেট প্রতিনিধি আব্দুর রহমান শুভ, সিরাজুল ইসলাম আবু প্রমুখ শোকপ্রকাশ করেছেন।

আরসি-০৩