সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৯, ২০২১
০৮:০৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৯, ২০২১
০৮:০৪ অপরাহ্ন
আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪৫ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইর করা ১৮৮ রান টপকাতে গিয়ে রাজস্থান গুটিয়ে যায় ১৪৩ রানে।
সোমবার মুম্বাইতে রাজস্থানের হয়ে বাংলাদেশের তারকা মোস্তাফিজ ৪ ওভারে ৩৭ রানে পান ১ উইকেট।
মোস্তাফিজুর রহমান প্রথম ওভারেই পান উইকেটের দেখা, রান দিয়েছিলেন মাত্র ৩। কিন্তু শুরুর এই ছন্দ আর ধরে রাখতে পারেননি মোস্তাফিজ। শেষ পর্যন্ত ওভারপ্রতি ৯ রানের বেশি দেওয়ায় তার বোলিং ফিগারটা হয়েছে বিবর্ণ। বিশাল রান তাড়া করতে পারেনি তার দল।
চেন্নাই সুপার কিংসের কেউই খুব বড় স্কোর করেননি। কিন্তু কার্যকর ছোট ঝড় এসেছে একাধিক ব্যাটসম্যানের কাছ থেকে। অনেকটা সম্মিলিত চেষ্টায় তারা পায় শক্ত পুঁজি।
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৮৮/৯ (ডু প্লেসিস ৩৩, রাইডু ২৭, মঈন ২৬, ব্র্যাভো ২০, সাকারিয়া ৩/৩৬, মরিস ২/৩৩)
রাজস্থান রয়্যালস: ২০ ওভারে ১৪৩/৯ (বাটলার ৪৯, উনাদকাট ২৪, তেওয়াতিয়া ২০, দুবে ১৭*; মঈন ৩/৭, কারান ২/২৪, জাদেজা ২/২৮)
এএন/০২