সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২০, ২০২১
০৮:০৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২০, ২০২১
০৮:০৫ অপরাহ্ন
অমিত মিশ্রার ঘূর্ণি জালেই পড়ে সাদামাটা পুঁজি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে টানা দুইবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে। আর সহজ লক্ষ্যে বাকী কাজটা শেষ করেন ব্যাটসম্যানরা। ফলে টানা দ্বিতীয় জয়ে শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে স্পর্শ করল দিল্লি ক্যাপিটালস।
মঙ্গলবার চেন্নাইয়ে মুম্বাইকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে মিশ্রার ঘূর্ণিতে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের বেশি করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। জবাবে সে ৫ বল বাকী থাকতেই লক্ষ্যে পৌঁছায় রিশাভ পান্তের দল। চার ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বেঙ্গালুরুর সংগ্রহ ৬ পয়েন্ট।
তবে রান তাড়ায় দিল্লির শুরুটা ভালো ছিল না। দলীয় ১১ রানেই সাজঘরে ফেরেন পৃথ্বী শ। তবে দ্বিতীয় উইকেটে অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথকে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার শেখর ধাওয়ান। গড়েন ৫৩ রানের জুটি। সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন ধাওয়ান। ২৯ বলে ৪ ছক্কায় ৩৩ রান করেন স্মিথ। লালিত খেলেন অপরাজিত ২২ রানের ইনিংস।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা মুম্বাইয় দলীয় ৯ রানে হারায় প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কককে। তবে দ্বিতীয় উইকেটে সূর্যকুমার যাদবের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ কাটিয়ে ওঠেন অধিনায়ক রোহিত শর্মা। এ জুটি ভাঙেন আভিস খান। এরপর মিশ্রার মায়াজালে পড়ে দলটি। ফলে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক রোহিত। এছাড়া ইশান কিশান করেন ২৬ রান। সূর্যকুমারের ব্যাট থেকে আসে ২৪ রান। জয়ন্ত যাদব করেন ২৩ রান।
দিল্লির পক্ষে ২৪ রানের খরচায় ৪টি উইকেট নেন মিশ্রা। আভিস পান ২টি উইকেট।
এএন/০১