কানাইঘাটে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে দুর্ঘটনার আশঙ্কা

কানাইঘাট প্রতিনিধি


মে ০৪, ২০২১
০৫:৫৩ অপরাহ্ন


আপডেট : মে ০৪, ২০২১
০৫:৫৩ অপরাহ্ন



কানাইঘাটে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে দুর্ঘটনার আশঙ্কা

কানাইঘাটে পুরনো একটি কাঠের বিদ্যুতের খুঁটি এলাকার মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের জনৈক আব্দুর রহিমের পুকুর পাড়ে স্থাপিত সচল বিদ্যুৎ লাইনের খুঁটিটি দীর্ঘদিন ধরে হেলে পড়ে আছে। 

কাঠের এ-বৈদ্যুতিক খুঁটিটি খুবই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খুঁটিটি একদিকে হেলে পড়ায় বর্তমানে বাঁশের সাপোর্টে রাখা হয়েছে। এর ফলে যে কোনো সময় দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।

জানা যায়, ঝুঁকিপূর্ণ এই কাঠের বৈদ্যুতিক খুঁটিটি পরিবর্তনের জন্য জনৈক আব্দুর রহিম পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। 

এর ফলে জীবন নিয়ে ঝুঁকির মধ্যেই চলাচল ও বসবাস করতে হচ্ছে তাঁদের।

ঐ গ্রামের বাসিন্দা শিক্ষক বাবুল আহমদ বলেন,‘ জরুরি ভিত্তিতে পুরাতন বিদ্যুতের খুঁটিটি অপসারণ করে নতুন একটি খুঁটি স্থাপন করা দরকার। তা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ’

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আক্তার হুসেন বলেন, ‘আমি সদ্য এ উপজেলায় যোগদান করেছি,বিষয়টি দেখব।’

এম আর/বি এন-০৫