খুলনা সমিতির উদ্যোগে সিলেটে বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মে ২৫, ২০২২
০৫:২৭ অপরাহ্ন


আপডেট : মে ২৫, ২০২২
০৫:২৭ অপরাহ্ন



খুলনা সমিতির উদ্যোগে সিলেটে বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ

খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সিলেট নগরের উপশহর ও শামীমাবাদ এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে কার্যনির্বাহী পরিষদের সভাপতি ডা. সৈয়দ মোহাম্মদ খসরু, সহ-সভাপতি শাবিপ্রবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, সহ-সম্পাদক মো. শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. কিবরিয়া আলম, সমাজকল্যাণ সম্পাদক মো.মনিরুল ইসলাম, যুব ও ক্রীড়াসম্পাদক রঞ্জনকুমার দাশ, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. গোলাম মওলা ও শেখ রফিক আহমদ এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য অনিল কৃষ্ণ মজুমদার ও সদস্য আশিক তানভীর উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, চাকুরি, ব্যবসা ইত্যাদি নানাসূত্রে সিলেট বিভাগে বসবাসরত খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা বাড়ানোর লক্ষ্যে খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি, সিলেট প্রতিষ্ঠিত হয়। সমিতির সদস্যবৃন্দ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বছরব্যাপী নানা ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখে।

আরসি-০১