এমবাপ্পের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৫, ২০২২
১২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৫, ২০২২
১২:৩৫ পূর্বাহ্ন



এমবাপ্পের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স


প্রথমে গোল করালেন, পরে নিজেই করলেন জোড়া গোল। দুটি গোলই ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। তাঁর জোড়া গোল ও জিরুর রেকর্ড গড়া গোলে পোল্যান্ড ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে ফ্রান্স।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে যে গল্পটা কিলিয়ান এমবাপ্পে শুরু করেছিলেন, তা ধরে রেখেছেন কাতারেও। ফ্রান্সের জয় মানেই যেন এমবাপ্পের পায়ের জাদু। পোল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোতেও  এর কোনো ব্যতিক্রম হয়নি। এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সেই পোলিশদের ৩-১ গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স উঠল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

পিএসজি তারকার আলো ছড়ানোর রাতে রেকর্ড গড়েছেন অলিভিয়ের জিরুও। ম্যাচের প্রথমার্ধে দলকে এগিয়ে দিয়ে ফ্রান্সের জার্সিতে সবচেয়ে বেশি গোলের মালিক হন জিরু (৫২)। এর আগে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন থিয়েরি অঁরি (৫১টি)। 

এএন/০১