রামোসের হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

খেলা ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২২
০৩:০৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২২
০৩:০৬ পূর্বাহ্ন



রামোসের হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
৬৪ বছরের রেকর্ড ভাঙলেন পেপে

বিশ্বকাপে তো বটেই, আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো শুরুর একাদশে নেমে অসাধারণ পারফরম্যান্স উপহার দিলেন গনসালো রামোস। হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখলেন এই তরুণ। দাপুটে পারফরম্যান্সে সুইজারল্যান্ডকে গুঁড়িয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল পর্তুগাল।

কাতার বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচটি ৬-১ গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের দল।

আসরে প্রথম দুই ম্যাচে একেবারে শেষদিকে রোনালদোর বদলি হিসেবে নামার সুযোগ পান গনসালো রামোস। দলের সেরা তারকার জায়গায় এবার তাকে শুরুর একাদশে রাখেন কোচ। প্রথমবারের মতো জাতীয় দলে একাদশে নেমে ১৭ মিনিটের মাথায় জালের দেখা পেলেন বেনফিকার এই ফরোয়ার্ড।

গোলটাও করলেন কী দুর্দান্ত! বাঁ দিক থেকে জোয়াও ফেলিক্সের বাড়ানো বল ধরে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে দুরূহ কোণ থেকে নেন বুলেট গতির শট, কাছের পোস্ট ঘেঁষে বল খুঁজে নেয় ঠিকানা। গোলরক্ষক ইয়ান সমেসের যেন বিশ্বাসই হচ্ছিল না।

৩০তম মিনিটে অন্যপাশে হতে পারত আরেকটি চমৎকার গোল। অনেক দূর থেকে জেরদান শাচিরির দুর্দান্ত ফ্রি কিকে বল রক্ষণ দেয়ালের ওপর দিয়ে বাঁক খেয়ে ঝাঁপিয়ে পড়া দিয়েগো কস্তার আঙুল ছুঁয়ে যায় বাইরে।

এর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। ব্রুনো ফের্নান্দেসের কর্নারে লাফিয়ে উঠে নেওয়া হেডে গোলটি করেন পেপে।

৪৩তম মিনিটে ব্যবধান বাড়তে পারত আরও। দারুণ এক প্রতি-আক্রমণে ডিফেন্ডারদের পেছনে ফেলে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে শট নেন ২১ বছর বয়সী রামোস্। ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক সমের।