অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে এফআইসিসিআই নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৯, ২০২৪
১১:১৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২৪
১১:০৮ অপরাহ্ন



অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে এফআইসিসিআই নেতৃবৃন্দের সাক্ষাৎ


ব্যাংক খাত ও রাজস্ব প্রশাসনে সংস্কারের পাশাপাশি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার দাবি জানিয়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। সংগঠনটি বলেছে, ব্যবসায়িক পরিবেশের অনুকূল আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে এক বৈঠকে ফরেন চেম্বারের একটি প্রতিনিধিদল বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরে। তারা উপদেষ্টাকে দেশের আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার নিয়ে কিছু পরামর্শ দেয়। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি জাভেদ আখতার। এ সময় বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত পূর্বের সংবাদ:

বাণিজ্য উপদেষ্টা আদিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এফআইসিসিআই নেতৃবৃন্দ

বৈঠকে ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার, এক্সিকিউটিভ ডিরেক্টর টি আই এম নুরুল কবির, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন সার্ভিসেস (দ্য এইচএসবিসি) এর হেড অব মার্কেটস অ্যান্ড সিকিউরিটিস সার্ভিসের ভারপ্রাপ্ত সিইও বাসার মোস্তফা তারেক, এফআইসিসিআই’র পরিচালক ও মেটলাইফ বাংলাদেশের সিইও মোহাম্মদ আলাউদ্দিন আহমদ, এফআইসিসিআই’র পরিচালক ও ডিএইচএল এর ম্যানেজিং ডিরেক্টর মো. মিয়ারুল হক, এফআইসিসিআই’র পরিচালক ও বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, এফআইসিসিআই’র পরিচালক ও লাফার্জ হোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী, এফআইসিসিআই’র পরিচালক ও সিংগার বাংলাদেশের পরিচালক এম এইচ এম ফাইরুজ, এফআইসিসিআই’র পরিচালক ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর সিইও নাজিথ মিওয়ানাগে, এফআইসিসিআই’র পরিচালক ও ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, এফআইসিসিআই’র পরিচালক ও মেরিকো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সুমিতাব বসু, এফআইসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেডের নাসের এজাজ বিজয়, সিটি ব্যাংক এনএ এর সিটি কান্ট্রি অফিসার মইনুল হক এবং প্রাইস ওয়াটারহাউস কুপার্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং পার্টনার এ এ এম এম শামসুজ্জামান। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হচ্ছে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)। সরকার এফডিআই বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে।

সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, বেসরকারি খাত ছাড়া দেশ উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবে না।

দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে অন্তর্বর্তী সরকার যেসব প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে পারে, সে সম্পর্কে একটি বিস্তৃত রূপরেখা উপস্থাপন করেন ফরেন চেম্বারের সভাপতি জাভেদ আখতার। তিনি ব্যাংকিং খাতে করপোরেট কর কমানোর বিষয়টি তুলে ধরেন।

জাভেদ আখতার বলেন, গ্রাহকদের প্রত্যক্ষ কর প্রদানের জন্য উৎসে কর কর্তনের দায়ভার ব্যাংকের বহন করা উচিত নয়। তিনি আরও বলেন, সরকারের দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে ট্যাক্স-জিডিপির অনুপাত বৃদ্ধি ও লেনদেনের প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। এ জন্য বিশ্বমানের নিয়ন্ত্রক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন তিনি।

এফআইসিসিআই সভাপতির প্রস্তাবগুলো শুনে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে আরও অনুকূল ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে ফরেন চেম্বারের সঙ্গে যৌথভাবে কাজ করবে সরকার।


এএফ/০৮