নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৩, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আড়াই হাজার পিস সাবান দিয়েছে সিলেট সিটি করপোরেশন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়ের অনুরোধে আজ বৃহস্পতিবার হাসপাতালটিতে সাবান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। স্বাস্থ্য বিধি মেনে সবাইকে এই পরিস্থিতিতে ঘরে থাকার পরামর্শও দিয়েছেন এই চিকিৎসক।
এনপি-০৩/বিএ-০৬