ধর্মপাশা সংবাদদাতা
এপ্রিল ০৮, ২০২০
০৫:৪৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০৫:৪৩ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নে নির্ধারিত ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের ১৪০ জন ব্যক্তির মাঝে ১০ কেজি চাল ও দেড় কেজি করে আলু বিতরণ করা হয়েছে।
পর্যায়ক্রমে আরও ২৬৫ জন ব্যক্তির মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানা গেছে।
বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মধ্যনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, তদারকি কর্মকর্তা মেহেদী হাসান, ইউপি সচিব এ কে এম রুহুল আমিনসহ আরও অনেকে।