যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু আরও ১৪৪৩, আক্রান্ত সাড়ে ৪ লাখ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১০, ২০২০
১২:০৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২০
১২:০৯ অপরাহ্ন



যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু আরও ১৪৪৩, আক্রান্ত সাড়ে ৪ লাখ

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৪৪৩ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ২৩১ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৮৫ জন। ফলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪ লাখ ৫৬ হাজার ৪১২ জন।

বিশ্বে করোনায় আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে কাছে কেউ নেই। যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গরাজ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে উইওমিং অঙ্গরাজ্যে এখনো করোনায় কারও মৃত্যু হয়নি।

করোনায় বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। শুধু নিউইয়র্কে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে শনাক্ত রোগীর সংখ্যা এখন ১ লাখ ৫০ হাজারের কাছাকাছি। সেখানে করোনায় আক্রান্ত দেড় লক্ষাধিক মানুসের মধ্যে ৬ হাজারের বেশি মারা গেছে।

বিশ্বের প্রায় ১৬ লাখ মানুষ এখন করোনায় আক্রান্ত। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা এখন ১ লাখ ৫০ হাজারের বেশি। ইতালিতে ১ লাখ ৪৫ হাজার ছুঁই ছুঁই। এছাড়া ১ লাখ ১৫ হাজার এবং ১ লাখ ১৭ হাজার আক্রান্ত হয়েছে যথাক্রমে জার্মানি এবং ফ্রান্সে।

 

এএফ/০২