নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২০
১১:১২ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৩, ২০২০
১২:৫৯ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর সুনামগঞ্জ জেলাকে লকডাউন করা হচ্ছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সিলেট মিররকে জানান, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সুনামগঞ্জ জেলা কমিটির বৈঠক আজ (রবিবার) বিকেলে চারটায় অনুষ্ঠিত হবে। বৈঠকে সুনামগঞ্জ জেলাকে লকডাউন করার সিদ্ধান্ত হওয়ার সম্ভবনা বেশি।
এর আগে গতকাল শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এক নারীর নমুনা পরীক্ষা হয়। তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদটি প্রথম সিলেট মিরর অনলাইনে প্রকাশ হয়।
এনসি-০২/এএফ-০৬