সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৩, ২০২০
০৮:০১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০৮:০১ পূর্বাহ্ন
করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরি করেছে বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্র। আগামী শনিবার সরকারের কাছে হস্তান্তর করা হবে গণস্বাস্থ্য কেন্দ্রে তৈরি করোনা পরীক্ষার কিট GR Covid-19 Dot Blot ।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাত্র ১৫ মিনিটেই এ কিটের মাধ্যমে করোনাভাইরাস পরীক্ষা করা যাবে।
আজ বুধবার (২২ এপ্রিল) তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর টেস্ট করতে তিন হাজার টাকা খরচ হয়। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটে খরচ পড়বে তিনশ টাকা।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মঙ্গলবার (গতকাল) রাতে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হলে গণস্বাস্থ্য কেন্দ্রকে রক্ত সংগ্রহের অনুমতি দেওয়া হয়। কিন্তু আজ চিকিৎসক, টেকনিশিয়ানদের স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলেও তাদের রক্তের নমুনা দেওয়া হয়নি।
আগামীকাল বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্ত সংগ্রহ করতে যেতে বলা হয়েছে।
এএফ/২৪