বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৯, ২০২০
০২:৫১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৪:১০ পূর্বাহ্ন



বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীসহ তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে লকডাউন ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন ।

তিনি জানান, গতকাল সোমবার(২৭ এপ্রিল) বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীসহ ৩ জন আক্রান্ত হয়েছেন। এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা বাকিদের নমুনা সংগ্রহ করা হবে। পরবর্তীতে পরিস্থিতি দেখে লকডাউন তুলে নেওয়া হবে।

এনএইচ-০১/এএফ-০৮