ভারতে লকডাউন বাড়ল ৩১ মে পর্যন্ত

সিলেট মিরর ডেস্ক


মে ১৮, ২০২০
০৭:২৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১৮, ২০২০
০৭:২৭ পূর্বাহ্ন



ভারতে লকডাউন বাড়ল ৩১ মে পর্যন্ত

আরও ১৪ দিনের লকডাউন বাড়াল ভারত সরকার। রবিবার (১৭ মে) সন্ধ্যায় সরকারি এক বিজ্ঞপ্তি ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। চতুর্থ দফা এ লকডাউনের নতুন গাইডলাইন নিয়ে রাতে দিল্লিতে ক্যাবিনেট সচিবের নেতৃত্বে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এ নিয়ে ভারত সরকার চার দফায় মোট ৬৮ দিনের লকডাউন পালন করতে চলেছে।

এদিকে দফায় দফায় লকডাউন দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভারতের করোনা পরিস্থিতি। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা করোনার উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী রবিবার (১৭ মে) ভারতে লকডাউনের ৫৪তম দিনে এসে কোভিড নাইন্টিনে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে মৃতের সংখ্যাও প্রায় ছুঁয়ে ফেলেছে তিন হাজারের অঙ্ক। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে আরও ২৭৯ জন। মোট মারা গেছেন ২ হাজার ৮৭২ জন। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২২৪ জন। 

এ মুহূর্তে চিকিৎসাধীন আছেন ৫৩ হাজার ৮৩১ জন করোনা রোগী। এছাড়া ভারতে এখন পর্যন্ত করোনা টেস্ট করা হয়েছে মোট ২২ লাখ ২৭ হাজার ৬৪২ জনের।

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে নানামুখী পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। ইতোমধ্যে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ কোথায় কীভাবে বরাদ্দ করা হবে; তা দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ দেশবাসীকে জানিয়েছেন। আত্ম-নির্ভরশীল ভারত গড়ার এই প্যাকেজে দেশীয় উদ্যোক্তাদের গুরুত্ব দেয়া হবে। এরই ধারাবাহিকতায় দেশটির প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ বাড়িয়ে নিজ দেশেই প্রতিরক্ষা সামগ্রী তৈরির ঘোষণা করা হয়েছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেন, দেশকে আত্মনির্ভরশীল হতে হলে আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতায় মুখোমুখি হওয়ার জন্যও তৈরি হতে হবে। অস্ত্র ও সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হবে। সেগুলো শুধু দেশীয় সংস্থার থেকেই কিনতে হবে। আমাদের লক্ষ্য আমদানির খরচ কমানো।

এদিকে, বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের বহন করে আনা বিমান এখন থেকে কলকাতা বিমান বন্দরে অবতণ করতে পারবে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বাধার মুখে এতো দিন কলকাতায় কোনো বিমান নামতে পারেনি। কিন্তু এখন কেন্দ্রীয় সরকারের চাপের মুখেই সুর নরম করায় বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরার পথ সুগম হলো।

বিএ-২১