আবারও জোড়া সন্তানের বাবা হচ্ছেন রোনাল্ডো

খেলা ডেস্ক


অক্টোবর ৩০, ২০২১
০১:১৩ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২১
০১:১৪ পূর্বাহ্ন



আবারও জোড়া সন্তানের বাবা হচ্ছেন রোনাল্ডো


ফের বাবা হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবারই টুইট করে পর্তুগিজ ফুটবলার ঘোষণা করেছেন, তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেস অন্তঃসত্ত্বা। এবারও দুই সন্তানের বাবা হতে চলেছেন রোনাল্ডো। কারণ, যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন জর্জিনা। এই নিয়ে ষষ্ঠ সন্তান হতে চলেছে রোনাল্ডোর।

বৃহস্পতিবার টুইটারে পোস্ট করে রোনাল্ডো লেখেন, ‘যমজ সন্তান আসার খবর জানাতে পেরে আমরা প্রচণ্ড খুশি। তর সইছে না’। রোনাল্ডোর প্রথম সন্তান রোনাল্ডোর জুনিয়র সবার থেকে বড়, যার মাতৃপরিচয় এখনও প্রকাশ্যে আনেননি রোনাল্ডো। এরপর সারোগেসির মাধ্যমে এভা এবং মাতেও নামে দুই যমজ সন্তানের বাবা হন রোনাল্ডো। ২০১৭-র নভেম্বর মাসে রোনাল্ডো এবং জর্জিনার প্রথম সন্তান আলানা জন্ম নেয়। এ বার ফের পিতৃত্বের স্বাদ অনুভব করতে চলেছেন পর্তুগিজ ফুটবলার।

নেটমাধ্যমে এই খবর প্রকাশ্যে আসামাত্রই শুভেচ্ছার ঢল বইছে এই পর্তুগিজ ফুটবলারকে ঘিরে। তাঁর সমর্থক থেকে শুরু করে সতীর্থরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

এএন/০৩