শ্রীমঙ্গল প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২২
০৭:১৪ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২২, ২০২২
০৭:১৪ অপরাহ্ন
বেশ কিছুদিন বন্ধ থাকার পর শ্রীমঙ্গল উপজেলায় ৪টি ডিলারের মাধ্যমে আবারো ওএমএস এর কার্যক্রম চালু করা হয়েছে। করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় আজ শনিবার ( ২২ জানুয়ারি) থেকে স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনায় রেখে এ কার্যক্রম চালু করা হয়।
আপাতত প্রতি ডিলারের মাধ্যমে ১ টন করে মোট ৪ টন চাল প্রতিদিন দেয়া হবে। এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে প্রতি জন ৫ কেজি করে চাল সংগ্রহ করতে পারবে ৩০ টাকা দরে।
আজ সকালে শহরের সিন্দুরখান রোডের আব্দুল হাই এর ডিলারে ওএমএসের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।
এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে চাল বিতরণ করতে আহ্বান জানান। তিনি আরো বলেন যারা চাল সংগ্রহ করতে আসবে তারা যেন অবশ্যই মাস্ক পড়ে আসেন।
শ্রীমঙ্গল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকদির হোসেন জানান, ৪টি ডিলারের মাধ্যমে ৪টা চাল দিয়ে এ কার্যক্রম চালু করা হয়েছে। আগামী সোম অথবা মঙ্গলবার থেকে চালের সাথে ১ টন করে আটা দেয়া হবে প্রতিটি ডিলারকে।
জি কে/বি এন-০২