ধর্মপাশায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি


মার্চ ১৩, ২০২২
০৯:১৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২২
০৯:১৭ অপরাহ্ন



ধর্মপাশায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের  মাটিকাটা গ্রামের একটি ব্যক্তিমালিকানাধীন পুকুরের পাড় থেকে আজ রবিবার (১৩ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে আব্দুল বারেক (৬৫) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে ধর্মপাশা খানা ‍পুলিশ। ও

ই বৃদ্ধ পাশ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকার বাসিন্দা। 

ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার  মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকার বাসিন্দা আবদুল বারেক (৬৫)  পেশায় অটোরিকশা চালক। অটোরিকশা চালিয়ে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।

গতকাল  শনিবার (১২ মার্চ) রাত আটটার দিকে  তিনি নিজ বাসা থেকে অটোরিকশা নিয়ে  বের হন। পরে আর বাসায় ফেরেননি।

আজ ররিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত রবিউর রহমানের বাড়ির পুকুরের পশ্চিম পাড়ে  ওই বৃদ্ধকে গলাকাটা অবস্থায়  উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ওইদিন সকাল পৌনে নয়টার দিকে ওই পুকুরের পাড় থেকে ওই বৃদ্ধের  লাশটি উদ্ধার করেন।  

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন,পরিকল্পিতভাবে  ওই অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে ওই পুকুর পাড়ে হত্যাকারীরা তাঁকে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচেছ।  ময়নাতদন্তের জন্য ওই  লাশটি আজ বেলা ১২টার দিকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এস এ/বি এন-০৮