শ্রীমঙ্গল প্রতিনিধি
মার্চ ২২, ২০২২
১০:০১ অপরাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২২
১০:০১ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পাশেই আরাফাত হোসেন নামে এক যুবককে মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ৪ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটককৃতরা হলেন-আব্দুর রউফ (৪২), বেলাল মিয়া (৩০), মো. বিল্লাল মিয়া (৩২) ও রুমন মিয়া (৩৫)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার জানান, গুরুতর আহত অবস্থায় আরাফাত হোসেকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জি কে/বি এন-০৮