দোয়ারাবাজার প্রতিনিধি
জুন ২০, ২০২২
১২:৫২ পূর্বাহ্ন
আপডেট : জুন ২০, ২০২২
১২:৫২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারী বৃষ্টিতে টিলা ধসে গাছের নিচে চাপা পড়ে হনুফা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া (আননপাড়া) গ্রামে। নিহত হনুফা বেগম পেকপাড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে টিলা ধসে গাছের নিচে চাপা পড়ে হনুফা বেগম নিহত হয়েছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির।
এমপি/বিএ-০৬