ছাতক প্রতিনিধি
জুলাই ২১, ২০২২
০৯:২৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ২১, ২০২২
০৯:২৮ অপরাহ্ন
ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সেলিম উদ্দিন দিঘলী চাকলপাড়া গ্রামের মৃত কালা মিয়ার পুত্র।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সুহিতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান‚ পেশায় জেলে সেলিম মিয়া আজ ভোরে পার্শ্ববর্তী গ্রাম সুহিতপুর এলাকায় মাছ ধরতে যান। সেখানে জাল দিয়ে মাছ ধরতে পানিতে নামলে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সুন্দর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএ-০১/এএফ-০২