ছাতকে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৩, ২০২৩
০৩:১৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৩, ২০২৩
০৩:১৭ পূর্বাহ্ন



ছাতকে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


সুনামগঞ্জের ছাতক উপজেলার চেচানে বাউর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার (২২ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার বাউর গ্রামের মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়।

বাগ্‌বিতণ্ডা থেকে একই গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।

তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

তবে এ প্রতিবেদন লেখা নিউজ লিখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে। ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ এহসান শাহ জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ অফিসার ফোর্স পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এএফ/০৯