দোয়ারাবাজারে ধরা পড়ল ৪২ কেজির বাগাড়, ৪৫ হাজার টাকায় বিক্রি

সিলেট মিরর ডেস্ক


মে ১৫, ২০২৫
০৩:২৯ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২৫
০৩:২৯ অপরাহ্ন



দোয়ারাবাজারে ধরা পড়ল ৪২ কেজির বাগাড়, ৪৫ হাজার টাকায় বিক্রি

দোয়ারাবাজারে ধরা পড়ল ৪২ কেজির বাগাড়, ৪৫ হাজার টাকায় বিক্রি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ। বুধবার (গতকাল) সন্ধ্যায় উপজেলার সদরসংলগ্ন সাইডিং ঘাট এলাকায় মাছটি  কেরাম উদ্দিনের জালে উঠে আসে। তিনি শরিফপুর গ্রামের বাসিন্দা।

কেরাম উদ্দিন মাছটি স্থানীয় দোয়ারাবাজার মাছ বাজারে নিয়ে গেলে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। মাছটি দেখতে ভিড় করেন অনেক উৎসুক মানুষ। কেউ ছবি তোলেন, কেউ ভিডিও ধারণ করেন। কেরাম উদ্দিন মাছটির দাম চেয়েছিলেন ৫০ হাজার টাকা। শেষ পর্যন্ত দরদাম করে বাজারের ব্যবসায়ী সলিম উদ্দিন, বাতির নূর এবং মনির আহমেদ ৪৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। তারা জানান, মাছটি ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে।

ব্যবসায়ী সলিম উদ্দিন জানান, সাইডিং ঘাট এলাকার সুরমা নদী অনেক গভীর। এখানে মাঝে মাঝে বড় বাগাড় মাছ ধরা পড়ে। তবে এত বড় বাগাড় মাছ এর আগে দেখা যায়নি।

উল্লেখযোগ্য বিষয় হলো, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর তালিকা অনুযায়ী বাগাড় একটি মহাবিপন্ন প্রজাতির মাছ। বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, এই মাছ শিকার, ধরা ও বিক্রি করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। কিন্তু আইনের সঠিক প্রয়োগ না থাকায় প্রকাশ্যেই এসব মাছ ধরা ও বেচাকেনা চলছে।

জিসি / ০৬