শাবিপ্রবিতে চলমান প্রকল্পের গুণগত মান ঠিক রাখতে শিক্ষক-সেনাবাহিনীর সমন্বয়ে মনিটরিং টিম

শাবিপ্রবি প্রতিনিধি


মে ২৬, ২০২৫
০২:০৪ অপরাহ্ন


আপডেট : মে ২৬, ২০২৫
০২:০৪ অপরাহ্ন



শাবিপ্রবিতে চলমান প্রকল্পের গুণগত মান ঠিক রাখতে শিক্ষক-সেনাবাহিনীর সমন্বয়ে মনিটরিং টিম


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান 'অধিকতর উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের ১৭টি ভবন নির্মাণ কাজের গুণগতমান ঠিক রাখতে এবং সঠিক সময়ে প্রকল্প শেষ করতে অভিজ্ঞ শিক্ষক ও সেনাবাহিনীর সমন্বয়ে ৬ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে চলমান অধিকতর উন্নয়ন প্রকল্প-২ এর অধীনে ১০তলা বিশিষ্ট স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি-২ ভবন, ১০তলা একাডেমিক বিল্ডিং, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস, ১০তলা বিশিষ্ট একাডেমিক বিল্ডিং, ব্যবসায় প্রশাসন বিভাগ, বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, আইএমএল, সেন্ট্রাল ওয়ার্কশপ, ৬ তলা বিশিষ্ট স্কুল এন্ড কলেজ বিল্ডিং, ৪ তলা বিশিষ্ট মসজিদ, এককিলো সড়কের উভয় পাশে ১৫ মিটার গার্ডেন ব্রীজের নির্মাণকাজ পর্যবেক্ষণের জন্য নিম্নোক্ত শিক্ষকদের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করা হলো।

মনিটরিং টিমের আহ্বায়ক হিসেবে রয়েছেন আর্কিটেকচার বিভাগের অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান, সদস্য হিসেবে রয়েছেন সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. এইচ, এম, এ মাহজুজ, অধ্যাপক ড. মো. বশিরুল হক, আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর হাসান, ইঞ্জিনিয়ার্স, জিই (আর্মি) মেজর মুহাম্মাদ আনোয়ার উস সাদাত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের কাজগুলোর গুণগত মান ঠিক রাখতে এবং সুনির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে অভিজ্ঞ শিক্ষক ও সেনাবাহিনীর সমন্বয়ে আমরা মনিটরিং টিম গঠন করেছি। আশাকরি কাজের গুণগত মান ঠিক রাখতে এবং সঠিক সময়ে কাজ শেষ করতে এই টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


এনএ-০১/এএফ-০৩