সিলেট মিরর ডেস্ক
মে ২৭, ২০২৫
০২:৪৮ অপরাহ্ন
আপডেট : মে ২৭, ২০২৫
০২:৫২ অপরাহ্ন
সচিবালয়ে আন্দোলন স্থগিত, দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠক
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে শুরু হওয়া আন্দোলন টানা চারদিন পর আপাতত স্থগিত করা হয়েছে। এ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা যায়।
মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীদের সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, আজ দুপুরের দিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা।
এদিকে আজ সকাল থেকে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সাংবাদিক ও দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে দুপুর ১টার পর থেকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়।
জিসি / ০১