নিজস্ব প্রতিবেদক
জুন ১৪, ২০২০
০৩:৫৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২০
০৪:৪৩ পূর্বাহ্ন
মৌলভীবাজারে নতুন করে আরও ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ ও স্বাস্থ্যকর্মী আছেন।
আজ শনিবার (১৩ জুন) বিকেলে সিলেট মিররকে তথ্যটি নিশ্চিত করেছেন মৌলভীবাজারে সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি বলেন, ' জেলায় নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে দুইজন পুলিশ ও একজন স্বাস্থ্যকর্মী আছেন।
তিনি আরও বলেন, নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে সদরে ৩ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ৫ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯১ জন, সুস্থ হয়েছেন ৬৯ জন এবং মারা গেছেন ৪ জন।
এনএইচ/আরসি-০৮